odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
চিকিৎসকদের সঙ্গে বিভিন্ন দফায় আলাপে শেখ হাসিনার ব্যাপারে খালেদা জিয়ার এমন কথাবলেন

‘শেখ হাসিনা একটা বিশ্বস্ত টিম পেয়েছে, আমি পেয়েছি কিছু বিশ্বাসঘাতক চাটুকার :খালেদাজিয়া

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৮ March ২০১৮ ১৪:৪৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৮ March ২০১৮ ১৪:৪৮

চিকিৎসকদের সঙ্গে বিভিন্ন দফায় আলাপে শেখ হাসিনার ব্যাপারে খালেদা জিয়ার এমন কথাবলেন

২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সব কারাগারে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। বাদ যাননি নাজিমউদ্দিন রোডে বন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবারের স্বাধীনতা দিবস ছিল একটু বেশিই বর্ণময়, রঙিন, আনন্দমুখর। এর কারণ, বাংলাদেশ মাত্র ক’দিন আগেই উন্নয়নশীল দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। মূলত: ২২ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত উৎসবে রঙ্গিন ছিল বাংলাদেশ। বেগম জিয়া কারাগারে বসে বিটিভির সৌজন্যে এসব বর্ণময় উৎসব প্রত্যক্ষ করেছেন। আর এসব প্রত্যক্ষ করতে করতে শেখ হাসিনার প্রশংসাও করেছেন বেগম খালেদা জিয়া। বলেছেন, ‘শেখ হাসিনা একটা বিশ্বস্ত টিম পেয়েছে, আমি পেয়েছি কিছু বিশ্বাসঘাতক চাটুকার।’ কারাগারে কারারক্ষী ডেপুটি জেলার এবং চিকিৎসকদের সঙ্গে বিভিন্ন দফায় আলাপে শেখ হাসিনার ব্যাপারে খালেদা জিয়ার ‘মুগ্ধতা’র খবর পাওয়া গেছে। যেমন, ২২ মার্চ বাংলাদেশ যেদিন উন্নয়নশীল দেশ হিসেবে আত্মপ্রকাশ উৎসবে মাতল, সেদিন বেগম জিয়া বলেছিলেন, ‘প্রচারণা কি তা আওয়ামী লীগের কাছ থেকে আমাদের শেখা উচিৎ।’ ওই দিনই চিকিৎসকের কাছে তিনি বলেন, ‘আমিও তিনবার প্রধানমন্ত্রী ছিলাম। শেখ হাসিনাকে জেলে বন্দী করার চিন্তা স্বপ্নেও ভাবিনি। মনে করতাম, শেখ হাসিনাও কোনদিন আমাকে বন্দী করার পথে যাবে না। কিন্তু অবলীলায় যে এই সাহস দেখিয়েছে। এটা অবিশ্বাস্য, আমার কল্পনার বাইরে। ’



আপনার মূল্যবান মতামত দিন: