বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ‘কটূক্তি’ করার অভিযোগে শাহিন মাহমুদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়েছে। বুধবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর আদালতে এ আবেদন দাখিল করেন।
ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইদুর রহমান গাজী বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ প্রদান হতে পারে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জানিয়েছেন।
অভিযোগ কী?
মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে—
১২ নভেম্বর দলীয় সমাবেশে ভার্চ্যুয়াল ভাষণে তারেক রহমান বলেন, “বর্তমান পরিস্থিতিতে গণভোটের চাইতে আলুর ন্যায্যমূল্য পাওয়া বেশি গুরুত্বপূর্ণ।”
এরপর ১৫ নভেম্বর শাহিন মাহমুদ তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দেন:
“৮৮ কোটি টাকা দিয়ে বুলেটপ্রুফ গাড়ি না কিনে ওই টাকা কৃষকদের দিলে পেঁয়াজ, আলুর ন্যায্য দাম পেত।”
বাদীর অভিযোগ—
- পোস্টটি মিথ্যা ও কাণ্ডজ্ঞানহীন
- তারেক রহমানের গৌরব, সম্মান ও রাজনৈতিক দূরদর্শিতাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে
- বুলেটপ্রুফ গাড়ির ৮৮ কোটি টাকা–সংক্রান্ত দাবি সম্পূর্ণ ভিত্তিহীন
- উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক তথ্য প্রচার করা হয়েছে
কোন ধারায় অভিযোগ?
সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর—
- ২৩ (২)
- ২৫ (১)
- ২৭ (১)
- ২৭ (২)
ধারায় অপরাধ সংঘটিত হয়েছে বলে বলা হয়েছে।
পরবর্তী পদক্ষেপ
আদালত বৃহস্পতিবার আদেশ দিলে মামলাটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ বা বাতিল—দুটি সম্ভাবনার যেকোনো একটি সামনে আসবে।
#তারেকরহমান #সাইবারট্রাইব্যুনাল #BNP #CyberSecurityAct2025 #BangladeshPolitics #OdhikarpatraDotCom

আপনার মূল্যবান মতামত দিন: