odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬
উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ–কর্মকর্তাদের অংশগ্রহণ, প্রস্তুতি জোরদারে নির্দেশ

ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় জরুরি বৈঠক ড. ইউনূসের সভাপতিত্বে

odhikarpatra | প্রকাশিত: ২৪ November ২০২৫ ২০:১২

odhikarpatra
প্রকাশিত: ২৪ November ২০২৫ ২০:১২

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

দেশে সম্ভাব্য ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় করণীয় ও তাৎক্ষণিক প্রস্তুতি গ্রহণের বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে, এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৪ নভেম্বর) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভূমিকম্প–বিষয়ক বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়—
ভূমিকম্প প্রবণতা, দুর্যোগ প্রস্তুতি, উদ্ধার সক্ষমতা, ভবন নিরাপত্তা এবং অবকাঠামোগত ঝুঁকি**—এই পাঁচটি বিষয়ে বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

ভূমিকম্প প্রস্তুতিতে দ্রুত ও সমন্বিত উদ্যোগের নির্দেশ

বৈঠকে আলোচনার মূল দিকগুলো ছিল—

* ভবন কোড কঠোরভাবে বাস্তবায়ন
* ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা হালনাগাদ
* ঢাকা ও চট্টগ্রামসহ বড় শহরগুলোতে উদ্ধার সক্ষমতা বৃদ্ধি
* সেনা, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের দ্রুতসমন্বয়
* জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে জরুরি নির্দেশনা প্রচার

বৈঠকে বিশেষজ্ঞরা বলেন— বাংলাদেশের অবস্থান সক্রিয় ভূমিকম্প বেল্টে হওয়ায় **মাঝারি থেকে বড় ধাক্কার ঝুঁকি বাস্তব**; তাই প্রস্তুতি ছাড়া অন্য কোনো বিকল্প নেই।

*প্রধান উপদেষ্টার বার্তা*

ড. ইউনূস জানান—

“জীবন রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার। প্রস্তুতির ঘাটতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”**

তিনি সংশ্লিষ্টদের দ্রুত পরিকল্পনা হালনাগাদ ও জরুরি প্রতিক্রিয়া ইউনিটগুলোকে কার্যকর করার নির্দেশ দেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: