odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। নিরপেক্ষ ও পেশাদার নির্বাচনের নির্দেশ।

ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান: আসন্ন নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ ও পেশাদার থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার

odhikarpatra | প্রকাশিত: ৪ December ২০২৫ ১৭:০৩

odhikarpatra
প্রকাশিত: ৪ December ২০২৫ ১৭:০৩

ঢাকা | ৪ ডিসেম্বর ২০২৫

 ঘটনার সারসংক্ষেপ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে পুলিশ বাহিনীর প্রতি ‘ঐতিহাসিক দায়িত্ব’ পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর । বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচন শুধুমাত্র পাঁচ বছরের একটি প্রচলিত নির্বাচন নয়; বরং এটি আগামী শত বছরের জন্য জাতির ‘বিল্ডিং কোড’ তৈরির সুযোগ। তিনি সতর্ক করে বলেন, গণতন্ত্রের এ ভিত্তি যেন কোনো ঝাঁকুনিতে নড়ে না যায়—সেই দায়িত্ব পুলিশের কাঁধেই রয়েছে।

তিনি আরও জানান, নিরপেক্ষতা নিশ্চিত করতে এসপিদের পদায়নে দৈবচয়ন (লটারির) পদ্ধতি অনুসরণ করা হয়েছে এবং বৃহত্তর জাতীয় স্বার্থে সবাইকে বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করতে হবে।

 সংশ্লিষ্টদের বক্তব্য

মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্বের কোনো বিকল্প নেই।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বলেন, নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশ বাহিনী সর্বোচ্চ সততা ও নিষ্ঠা বজায় রাখবে।

আবেগঘন বক্তব্যে প্রধান উপদেষ্টা ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে নিহত স্কুলছাত্র শাহরিয়ার খান আনাসের কথা স্মরণ করে বলেন, “আমরা কাপুরুষের মতো বসে থাকতে পারি না। এই নির্বাচন শহীদদের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যম।”

তিনি ফেব্রুয়ারির নির্বাচন পর্যন্ত প্রতিদিন দায়িত্ব সচেতনতার সঙ্গে পালনের নির্দেশ দিয়ে বলেন, সেরা কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে বিশেষ পুরস্কারও দেওয়া হবে।

সভায় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: