odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫
আসন্ন নির্বাচনকে ঘিরে বাংলাদেশে মার্কিন দূতাবাসের ভ্রমণ সতর্কতা জারি: নাগরিকদের জনসমাবেশ এড়িয়ে চলার পরামর্শ

বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের: জাতীয় নির্বাচনকে ঘিরে সর্বোচ্চ সতর্কতার আহ্বান

odhikarpatra | প্রকাশিত: ১৫ December ২০২৫ ২২:৫৩

odhikarpatra
প্রকাশিত: ১৫ December ২০২৫ ২২:৫৩

অধিকারপত্র  প্রতিবেদন
,১৫ ডিসেম্বর ২০২৫ , ঢাকা:

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজ দেশের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই সতর্কতা সমগ্র বাংলাদেশেই কঠোরভাবে মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের জন্য এই সংক্রান্ত একটি নিরাপত্তা সতর্কতা জারি করে।
যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের সতর্কবার্তায় জানায়, বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, তত রাজনৈতিক কর্মসূচি আরও ঘন ঘন ও তীব্র হয়ে উঠতে পারে বলেও দূতাবাস আশঙ্কা প্রকাশ করেছে।
মার্কিন দূতাবাস সতর্ক করে বলেছে, শান্তিপূর্ণ উদ্দেশে শুরু হওয়া যেকোনো বিক্ষোভও হঠাৎ করে সহিংসতায় রূপ নিতে পারে। এই কারণে মার্কিন নাগরিকদের বড় ধরনের জনসমাবেশ ও বিক্ষোভ সম্পূর্ণরূপে এড়িয়ে চলার এবং সর্বদা সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।


এছাড়া বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের তাদের আশপাশের পরিস্থিতির প্রতি সর্বদা সচেতন থাকা, নিয়মিতভাবে স্থানীয় গণমাধ্যম পর্যবেক্ষণ করা এবং যেকোনো ধরনের ভিড় বা জনসমাগম থেকে দূরে থাকার পরামর্শও দেওয়া হয়েছে।


জরুরি প্রয়োজনে ঢাকাস্থ মার্কিন দূতাবাস বা যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত হালনাগাদ তথ্য দ্রুত পেতে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে (এসটিইপি) নিবন্ধনের জন্যেও মার্কিন নাগরিকদের অনুরোধ জানিয়েছে দূতাবাস।

 



আপনার মূল্যবান মতামত দিন: