odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 21st December 2025, ২১st December ২০২৫

মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ ও সাবেক বিমান বাহিনী প্রধান এ কে খন্দকার আর নেই

odhikarpatra | প্রকাশিত: ২০ December ২০২৫ ১৮:৩৪

odhikarpatra
প্রকাশিত: ২০ December ২০২৫ ১৮:৩৪

🖊️ বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ এবং সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল আব্দুল করিম খন্দকার (এ কে খন্দকার), বীর উত্তম (অব.) ইন্তেকাল করেছেন।

শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে জাতি গভীর শোকে মুহ্যমান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এ কে খন্দকার শুধু একজন বীর মুক্তিযোদ্ধাই নন, তিনি ছিলেন একজন দূরদর্শী সামরিক নেতা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর অটল নিষ্ঠা, কৌশলগত দক্ষতা ও সাহসিক নেতৃত্ব জাতিকে বিজয়ের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মুক্তিযুদ্ধকালে মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে তিনি সামরিক সমন্বয় ও যুদ্ধ পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ বিমান বাহিনীকে পুনর্গঠনে অসামান্য অবদান রাখেন।

দেশপ্রেম, সাহসিকতা ও মুক্তিযুদ্ধে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করা হয়। পরবর্তীতে মুক্তিযুদ্ধ পরিচালনা, স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ বিমান বাহিনীকে সুসংগঠিত করা এবং দেশ গঠনে বিশেষ অবদানের জন্য সরকার তাঁকে স্বাধীনতা পুরস্কার–২০১১ প্রদান করে।

মরহুমের বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি এক কন্যা, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আগামীকাল রোববার রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের নামাজে জানাজা ও গার্ড অব অনার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার প্যারেড গ্রাউন্ডে দুপুর ১টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

জাতি তাঁর বীরত্বপূর্ণ ও ঐতিহাসিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।



আপনার মূল্যবান মতামত দিন: