odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬
কারওয়ান বাজারে পুড়ে যাওয়া প্রথম আলো ভবন পরিদর্শনে ইসলামী আন্দোলন, হামলার নিন্দা

প্রথম আলোতে হামলা–অগ্নিসংযোগ: সহিংসতা সমর্থন করে না ইসলামী আন্দোলন—শাহ ইফতেখার তারিক

odhikarpatra | প্রকাশিত: ২৪ December ২০২৫ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ২৪ December ২০২৫ ২৩:৫৯

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

📰 সংবাদ প্রতিবেদন

হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো কার্যালয় ভবন পরিদর্শন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক স্পষ্টভাবে জানান, ইসলামী আন্দোলন কোনো ধরনের সহিংস কর্মকাণ্ডে বিশ্বাস করে না এবং কোনো প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর কিংবা অগ্নিসংযোগকে সমর্থন করে না।

বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় পরিদর্শনকালে তিনি বলেন, কারও সঙ্গে মতভিন্নতা বা বিতর্ক থাকতে পারে, তবে তা বুদ্ধিবৃত্তিক ও শান্তিপূর্ণভাবে মোকাবিলা করা উচিত। সহিংসতা বা হামলার মাধ্যমে ভিন্নমতের প্রকাশ ইসলামী আন্দোলন সমর্থন করে না বলেও তিনি উল্লেখ করেন।

শাহ ইফতেখার তারিক আরও বলেন,

“আমরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চাই না। আবেগকে পুঁজি করে উসকানিমূলক ঘটনায় যারা জড়াতে চায়, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এবং ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ইলিয়াছ হাসান

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে রাজধানীর কারওয়ান বাজারে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলো–এর কার্যালয়ে একটি উদ্দেশ্যপ্রণোদিত ও সংগঠিত সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলাকারীরা ভবনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এতে ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

একই রাতে ডেইলি স্টার পত্রিকার ভবনেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় সেখানে আটকে পড়া সাংবাদিকদের উদ্ধার করতে গেলে সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর হেনস্তার শিকার হন।

এই ঘটনাকে গণমাধ্যমের জন্য একটি ‘কালো দিন’ আখ্যা দিয়ে সারাদেশে নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। সংশ্লিষ্ট মহলের মতে, এসব হামলা স্বাধীন ও পেশাদার গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।


 

প্রথম আলোতে হামলা–অগ্নিসংযোগ: সহিংসতা সমর্থন করে না ইসলামী আন্দোলন—শাহ ইফতেখার তারিক

#প্রথমআলো #গণমাধ্যমে হামলা #ইসলামীআন্দোলন
#শাহইফতেখারতারিক #MediaFreedom
#কারওয়ানবাজার #PressFreedom #BangladeshNews



আপনার মূল্যবান মতামত দিন: