odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬
জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াত-নেতৃত্বাধীন ইসলামি জোটে আসন সমঝোতা নিয়ে জটিলতা। শরিক দলগুলোর দাবি ৩৪৮ আসন, সমঝোতার চেষ্টা চলছে।

৩০০ আসনের সংসদে ৩৪৮ আসন দাবি! জামায়াত-নেতৃত্বাধীন জোটে আসন সমঝোতায় জটিলতা

odhikarpatra | প্রকাশিত: ২৬ December ২০২৫ ০০:৪৮

odhikarpatra
প্রকাশিত: ২৬ December ২০২৫ ০০:৪৮

ঢাকা | ২৫ ডিসেম্বর ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন সমমনা ইসলামি দলগুলোর মধ্যে আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি। বর্তমানে ৮টি ইসলামি দলের সঙ্গে আলোচনায় রয়েছে জামায়াত, যেখানে আরও ২–৩টি দল যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই শরিক দলগুলো সম্মিলিতভাবে জামায়াতের কাছে ৩৪৮টি সংসদীয় আসনের দাবি করেছে, যদিও জাতীয় সংসদের মোট আসন সংখ্যা মাত্র ৩০০।


জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন,

“আগের সাত দল ও নতুন কয়েকটি সমমনা দল মিলিয়ে আসনের দাবি অনেক বেশি। তবে আমরা উদার মন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি। আশা করছি দু-এক দিনের মধ্যেই সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।”

দলের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব যোবায়ের জানান,

“সংখ্যার চেয়ে সম্ভাবনাই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। যাকে যেখানে দিলে ভালো করবে, তাকেই সেখানে মনোনয়ন দেওয়া হবে।”

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন,

“শহীদ ওসমান হাদির মৃত্যু এবং লিয়াজোঁ কমিটির কয়েকজন নেতার বিদেশ সফরের কারণে বৈঠকগুলো সময়মতো করা সম্ভব হয়নি।”

জামায়াতের একাধিক নেতা জানিয়েছেন, শরিকদের সব দাবি পূরণ করা সম্ভব না হলেও জোটকে ঐক্যবদ্ধ রাখতে সর্বোচ্চ ছাড় দেওয়ার প্রস্তুতি রয়েছে। তাদের মতে, সমঝোতার মূল ভিত্তি হবে সংখ্যা নয়, বরং জয়ের সম্ভাবনা



আপনার মূল্যবান মতামত দিন: