odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬
টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত, আহত আরও দুইজন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় মা ও ৮ মাসের শিশু নিহত

odhikarpatra | প্রকাশিত: ২৬ December ২০২৫ ২৩:৪৮

odhikarpatra
প্রকাশিত: ২৬ December ২০২৫ ২৩:৪৮

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মা ও তার ৮ মাসের শিশু কন্যা নিহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গোড়াই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে আসা একটি প্রাইভেটকার রাস্তার পাশে থামিয়ে রাখার সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান প্রাইভেটকারে থাকা মা ও শিশু।

নিহতরা হলেন ফেনী জেলার সোনাগাজী উপজেলার বাসিন্দা জিসান কবীর টিপুর স্ত্রী সাদিয়া কবীর (৩২) এবং তার ৮ মাস বয়সী কন্যা তাজরি কবীর প্রিয়ম। নিহত পরিবার বর্তমানে ঢাকার মিরপুর শাহআলী থানার ১৪৬/১ (৩) এলাকায় বসবাস করছিলেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম জানান, দুর্ঘটনায় প্রাইভেটকারের চালকসহ আরও দুইজন আহত হয়েছেন। আহতদের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে স্বাভাবিক হয়।



আপনার মূল্যবান মতামত দিন: