odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬
টেকনাফে সাগরপথে মালয়েশিয়া মানব পাচারের সময় নারী ও শিশুসহ ১৮ জনকে উদ্ধার করেছে বিজিবি। অভিযানে গ্রেপ্তার হয়েছে হত্যা মামলার এক আসামি।

টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের আগেই উদ্ধার নারী-শিশুসহ ১৮ জন, হত্যা মামলার আসামি গ্রেপ্তার

odhikarpatra | প্রকাশিত: ২৮ December ২০২৫ ২০:৫১

odhikarpatra
প্রকাশিত: ২৮ December ২০২৫ ২০:৫১

টেকনাফ, কক্সবাজার | ২৮ ডিসেম্বর ২০২৫

 ঘটনার সারসংক্ষেপ:
কক্সবাজারের টেকনাফে সাগরপথে ট্রলারে করে মালয়েশিয়ায় মানব পাচারের সময় নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৮ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃতদের মধ্যে হত্যা মামলার এক আসামিও ছিল, যাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়েছে।
গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৬ ডিসেম্বর রাতে টেকনাফ মেরিন ড্রাইভের রাজারছড়া কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন এলাকায় অভিযান চালায় বিজিবি। পাচারের ঠিক আগমুহূর্তে ট্রলারটি ঘিরে ফেলে বিজিবি টহলদল। উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা সাঁতরে পালিয়ে গেলেও ভুক্তভোগীদের উদ্ধার করা সম্ভব হয়।
ভুক্তভোগীরা জানান, উন্নত জীবন, ভালো বেতন ও বিদেশে কর্মসংস্থানের লোভ দেখিয়ে পাচারকারী চক্রটি তাদের প্রতারণার ফাঁদে ফেলে। মাথাপিছু অর্থের বিনিময়ে তাদের বিদেশে পাচারের প্রস্তুতি চলছিল। চক্রটির মালয়েশিয়ায় অবস্থানরত প্রতিনিধির সম্পৃক্ততার তথ্যও মিলেছে।

 সংশ্লিষ্টদের বক্তব্য:
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, মানব পাচার একটি মানবতাবিরোধী জঘন্য অপরাধ। এ ধরনের অপরাধ দমনে বিজিবির নজরদারি ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার ভুক্তভোগীদের প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: