ডেস্ক, অধিকার পত্র ডটকম
চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক, বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। রাষ্ট্র সংস্কারের কথা বলে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির সমঝোতার সিদ্ধান্ত সামনে আসার পর তিনি লিখেছেন—
“সেই তো তোদের আসল রূপ দেখালি, তবে এত দিন জনগণকে কেন বোকা বানালি।”
যদিও পোস্টে সরাসরি এনসিপির নাম উল্লেখ করা হয়নি, তবে মন্তব্যের ঘরে তা স্পষ্ট হয়ে ওঠে। তার এই বক্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় তোলে।
রাষ্ট্র সংস্কারের লক্ষ্য সামনে রেখে এনসিপির জামায়াতের সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বিষয়টি প্রকাশ্যে আসার পর এনসিপি নেতৃত্ব দাবি করেছে—এই সমঝোতা কোনো আদর্শগত আপস নয়, বরং রাষ্ট্র সংস্কারকেন্দ্রিক উদ্যোগ। তবে বিষয়টি নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
এই প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান অভিনেতা সোহেল রানার মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দেয়। একসময় ছাত্রনেতা হিসেবে রাজনীতিতে সক্রিয় থাকা সোহেল রানা মুক্তিযুদ্ধ শুরু হলে সরাসরি রণাঙ্গনে অংশ নেন। স্বাধীনতার পর তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন এবং প্রযোজক হিসেবে ‘ওরা ১১ জন’ (১৯৭২) চলচ্চিত্র নির্মাণে ঐতিহাসিক ভূমিকা রাখেন—যেখানে প্রকৃত মুক্তিযোদ্ধাদের দিয়েই অভিনয় করানো হয়েছিল।
বর্তমানে বয়সের ভারে ক্যামেরার সামনে নিয়মিত না থাকলেও চলচ্চিত্র, দেশ ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তিনি এখনো সোচ্চার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জাতীয় ও রাজনৈতিক ইস্যুতে তার অবস্থান বারবার আলোচনায় আসে।
এনসিপি ইস্যুতে সোহেল রানার এই মন্তব্য শুধু বিনোদন অঙ্গনেই নয়, রাজনৈতিক মহলেও নতুন করে বিতর্ক উসকে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আপনার মূল্যবান মতামত দিন: