odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬
খালেদা জিয়ার জানাজা উপলক্ষে ঢাকায় যেসব সড়ক বন্ধ ও যেসব পথে চলাচলে বিধিনিষেধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে রাজধানীতে অচল ঢাকার প্রধান সড়কগুলো

odhikarpatra | প্রকাশিত: ৩০ December ২০২৫ ২৩:৩৯

odhikarpatra
প্রকাশিত: ৩০ December ২০২৫ ২৩:৩৯

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজধানী ঢাকায় কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জানাজাকে কেন্দ্র করে জননিরাপত্তা, শৃঙ্খলা ও যান চলাচল স্বাভাবিক রাখতে বুধবার সকাল ৭টা থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ ও কিছু সড়কে সীমিত চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, জানাজার সময় বিপুল মানুষের সমাগম ও রাষ্ট্রীয় নিরাপত্তা বিবেচনায় এই সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার ও অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।

যেসব এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ

জানাজার সময় রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি ক্রসিংয়ে যান চলাচল বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে—
রাপা প্লাজা থেকে গণভবন ক্রসিং,
ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত ও আড়ং এলাকা,
বিজয় সরণি ক্রসিং থেকে লেক রোড হয়ে গণভবন ক্রসিং,
উড়োজাহাজ ক্রসিং থেকে খেজুরবাগান হয়ে ফার্মগেট পুলিশ বক্স পর্যন্ত সড়ক।

এ ছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইন্দিরা রোডের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ থাকবে। বিকল্প হিসেবে এফডিসি র‍্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

যেসব সড়ক এড়িয়ে চলার অনুরোধ

কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ (সোনারগাঁও মোড় থেকে ফার্মগেট-বিজয় সরণি অংশ) দিয়ে যান চলাচল সীমিত থাকবে। তাই এই সড়ক এড়িয়ে চলতে বলা হয়েছে।

বনানী-মহাখালী-গুলশান বা বিমানবন্দর সড়ক থেকে রমনা, শাহবাগ, মতিঝিল ও গুলিস্তানগামী যানবাহনকে মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন সড়ক ও মগবাজার ফ্লাইওভার ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

মিরপুর থেকে ধানমন্ডি ও মোহাম্মদপুরগামী যানবাহনকে মানিক মিয়া এভিনিউ এড়িয়ে মিরপুর-টেকনিক্যাল হয়ে শ্যামলী রিং রোড ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

যেসব সড়কে সীমিত চলাচল থাকবে

প্রধান উপদেষ্টার কার্যালয় ক্রসিং থেকে দক্ষিণ দিকে বিজয় সরণি ও ফার্মগেট এলাকায় সীমিত যান চলবে। পান্থপথ ক্রসিং থেকে সোনারগাঁও হোটেল ক্রসিংয়ের দিকেও যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

পরিস্থিতি অনুযায়ী ধানমন্ডি ৩২ নম্বর ও সায়েন্স ল্যাব ক্রসিং এলাকায় গাড়ি ডাইভারশন দেওয়া হতে পারে।

পার্কিংয়ের জন্য নির্ধারিত স্থান

রাজধানীর ভেতরে আগত যানবাহনের জন্য আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
ঢাকার বাইরে থেকে আগত বাস ও যানবাহন মতিঝিল বাণিজ্যিক এলাকা, শাহবাগ থানা এলাকা, উত্তরা ১৭ নম্বর সেক্টরের বউবাজার ও পূর্বাচল এক্সপ্রেসওয়ের ৩০০ ফুট সার্ভিস রোডে পার্কিং করতে পারবে।

ডিএমপি জানিয়েছে, জনস্বার্থে এই নির্দেশনা মেনে চললে জানাজার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন: