odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬
বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার প্রতীক খালেদা জিয়ার জানাজায় সেনা–নৌ–বিমান বাহিনী ও রাষ্ট্রীয় ব্যক্তিত্বদের উপস্থিতি

অন্তিম শয়ানে দেশনেত্রী খালেদা জিয়া: স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অতন্ত্র প্রহরীকে রাষ্ট্রের সর্বস্তরের শ্রদ্ধা 🇧🇩 বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার প্রতীক খালেদা জিয়ার জানাজায় সেনা–নৌ–বিমান বাহিনী ও রাষ্ট্রীয় ব্যক্তিত্বদের উপস্থিতি

odhikarpatra | প্রকাশিত: ৩১ December ২০২৫ ২৩:৩৩

odhikarpatra
প্রকাশিত: ৩১ December ২০২৫ ২৩:৩৩

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের আপসহীন প্রহরী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ অন্তিম শয়ানে। তাঁর জানাজাকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নেমে এসেছে এক শোকাবহ পরিবেশ।

কালো পোশাক ও শোকব্যাজ ধারণ করে, দলীয় পতাকা হাতে নিয়ে জানাজাস্থলে জড়ো হন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী, সমর্থক ও সর্বস্তরের সাধারণ মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ঢল নামে জানাজা প্রাঙ্গণে।

রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান জানাতে জানাজায় উপস্থিত হন—

  • সেনাবাহিনীর প্রধান
  • নৌবাহিনীর প্রধান
  • বিমানবাহিনীর প্রধান
  • অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা
  • কূটনীতিক, রাজনীতিবিদ ও বিশিষ্ট নাগরিকরা

রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান এবং বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এই মহান নেত্রীর প্রতি।

বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে গণতন্ত্র পুনরুদ্ধার, বহুদলীয় রাজনীতি এবং সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

দলীয় নেতারা বলেন,

“খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি ছিলেন গণমানুষের আশ্রয়স্থল ও আপসহীন নেতৃত্বের প্রতীক।”

তাঁর ইন্তেকালে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে এক অপূরণীয় শূন্যতা। দেশবাসী হারিয়েছে এক দৃঢ়চেতা রাষ্ট্রনায়ককে, যিনি আজীবন জনগণের অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে কোনো আপস করেননি।

 

🔴 অন্তিম শয়ানে দেশনেত্রী খালেদা জিয়া: স্বাধীনতা, সার্বভ

#খালেদা_জিয়া #রাষ্ট্রীয়_শোক #বাংলাদেশ_রাজনীতি #BNP #গণতন্ত্র #মানিক_মিয়া_অ্যাভিনিউ #শেষ_শ্রদ্ধা #জাতীয়_শোক #KhaledaZia #BangladeshPolitics



আপনার মূল্যবান মতামত দিন: