odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬
বাংলাদেশে জাতীয় পরিচয় পত্রের নাম ও ঠিকানায় বিভ্রাটের ফলে নাগরিকদের বড় সমস্যায় পড়তে হচ্ছে। রাষ্ট্র কি এই দায় নিতে পারে? বিস্তারিত পড়ুন।

জাতীয় পরিচয় পত্রের নাম-ঠিকানা বিভ্রাট: রাষ্ট্র কি দায় এড়াতে পারে?

odhikarpatra | প্রকাশিত: ৪ January ২০২৬ ২২:৩৯

odhikarpatra
প্রকাশিত: ৪ January ২০২৬ ২২:৩৯

অধিকারপত্র ডটকম  ঢাকা , ৪ জানুয়ারি, ২০২৬। স্টাফ রিপোর্টার:

""যে জন্য লিখা, 
জাতীয় পরিচয় পত্র (NID) বাংলাদেশের নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল, যা ভোটাধিকার, শিক্ষা, চাকরি, ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রের ক্ষেত্রে প্রয়োজনীয়। তবে দেশের প্রায় ৯৫% নাগরিকের NID তে উল্লেখিত নাম ও ঠিকানা তাঁদের সন্তানদের পরিচয়পত্র বা শিক্ষাগত সনদের সঙ্গে মেলে না। এই সমস্যা আরও জটিল হয়ে ওঠে যখন একই পরিবারের একাধিক সন্তানের তথ্যের মধ্যে অমিল দেখা দেয়, বিশেষ করে যখন কোনো সন্তান গ্রাজুয়েট বা বিদেশগামী হয়।

বিশেষত, NID-তে নাম বা ঠিকানা সংশোধন করলে অন্য সন্তানদের সনদ বা পরিচয়পত্রের সঙ্গে অসামঞ্জস্য তৈরি হয়, যা তাদের জীবনেও সমস্যা তৈরি করে। এর ফলে বিদেশ যাত্রা, চাকরি, সরকারি-বেসরকারি নিয়োগে সমস্যা হচ্ছে।

এটা কি সাধারণ মানুষের ভুল, নাকি একটি ব্যবস্থাগত ব্যর্থতা?

বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় পরিচয় পত্র কোনো ব্যক্তিগত উদ্যোগে তৈরি দলিল নয়, এটি রাষ্ট্র কর্তৃক ইস্যুকৃত।

সুতরাং এর ভুলের দায়ও রাষ্ট্রের। নাগরিকদের কাছে প্রশ্ন উঠছে— যদি কোনো ভুল হয়, তবে তার দায় কে নেবে?

 

 মো: জাহাঙ্গীর আলম।। অধিকারপত্র ডটকম 



আপনার মূল্যবান মতামত দিন: