odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬
গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাসভবনের সামনে সন্দেহজনক অবস্থায় পুলিশের অভিযান

তারেক রহমানের বাসার সামনে ছবি তোলার অভিযোগে দুইজন আটক, একজনের কাছে গাঁজা উদ্ধারের দাবি পুলিশের

odhikarpatra | প্রকাশিত: ৪ January ২০২৬ ২৩:৫৮

odhikarpatra
প্রকাশিত: ৪ January ২০২৬ ২৩:৫৮

ক্রাইম প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
০৪ জানুয়ারি ২০২৬

রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের সামনে ছবি তোলার অভিযোগে একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার (৪ জানুয়ারি) দুপুরে গুলশান থানার পুলিশ তাদের আটক করে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা হলেন মো. রুহুল আমিন ও ওমর ফারুক। রুহুল আমিন একটি বেসরকারি কোম্পানিতে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত। অভিযোগ অনুযায়ী, তিনি কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই তারেক রহমানের বাসার সামনে দাঁড়িয়ে ছবি তুলছিলেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, ছবি তোলার কারণ জানতে চাইলে রুহুল আমিন সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এ কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

অপরদিকে ওমর ফারুককে আটক করার পর দেহ তল্লাশিতে তার কাছ থেকে গাঁজা পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় থানা পুলিশ।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসনে থাকার পর গত ২৫ ডিসেম্বর দেশে ফিরে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে ওঠেন তারেক রহমান। তার সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানও দেশে ফেরেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে থাকা ওই বাড়িটি পরবর্তীতে খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। সম্প্রতি দলিলপত্র হস্তান্তর শেষে বাড়িটি বসবাসের উপযোগী করে প্রস্তুত করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: