odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬
গুলশানে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের শীর্ষ নেতারা

তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেসক্লাব নেতাদের সাক্ষাৎ, গণমাধ্যম ও সমসাময়িক রাজনীতি নিয়ে মতবিনিময়

odhikarpatra | প্রকাশিত: ৪ January ২০২৬ ২৩:৫৯

odhikarpatra
প্রকাশিত: ৪ January ২০২৬ ২৩:৫৯

বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
০৪ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাতীয় প্রেসক্লাবের নেতারা। রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া সেলের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে গণমাধ্যমের ভূমিকা, সাংবাদিকতার পেশাগত চ্যালেঞ্জ, মতপ্রকাশের স্বাধীনতা এবং দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমেদ, কাদের গনি চৌধুরী, কে এম মহসীন ও জাহিদুল ইসলাম রনি। এছাড়া প্রেসক্লাবের স্থায়ী সদস্য আতিকুর রহমানও বৈঠকে অংশ নেন।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: