✍️ বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রবাসী ভোটে ব্যবহৃত পোস্টাল ব্যালট নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। একটি বাসায় একাধিক পোস্টাল ব্যালট গণনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি বাসার ভেতরে কয়েকজন ব্যক্তি অনেকগুলো পোস্টাল ব্যালট গণনা করছেন। খামগুলোর ওপর বাহরাইনের ঠিকানা লেখা রয়েছে। ভিডিওটি প্রায় সাড়ে সাত মিনিটের। সেখানে ভিডিও ধারণে বাধা দেওয়া, ফেসবুকে না ছড়ানোর অনুরোধ এবং ব্যালট নিয়ে আলোচনা করতে শোনা যায়। একপর্যায়ে কয়েকজনকে বলতে শোনা যায়, এসব ভিডিও ছড়িয়ে পড়লে প্রবাসীদের পোস্টাল ভোট বন্ধ হয়ে যেতে পারে।
আরও একটি ২৭ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওটি ফেসবুকে শেয়ার করে জুনায়েন বিন সাদ নামের একজন দাবি করেন, এটি ওমানে জামায়াত সংশ্লিষ্ট এক ব্যক্তির বাসার দৃশ্য। অন্যদিকে প্রথম ভিডিওটি বাহরাইনে জামায়াতের এক নেতার বাসার বলে সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে।
ফ্যাক্ট চেক করে দেখা গেছে, ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নয়।
🗳️ ইসিতে বিএনপির স্মারকলিপি
এ ঘটনায় মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান জানান, বাহরাইনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা পোস্টাল ব্যালট ‘হ্যান্ডেল’ করেছেন—এমন ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছে। ইসি আশ্বাস দিয়েছে, তদন্ত শেষে প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কেউ কারচুপির সঙ্গে জড়িত থাকলে তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার তালিকায় ব্লক করা হবে বলেও জানানো হয়েছে।
চট্টগ্রাম–৩ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, ভিডিওটির বিষয়টি তাদের নজরে এসেছে। এটি দেশের বাইরে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তবে সুনির্দিষ্ট দেশ এখনো নিশ্চিত নয়।
🌍 প্রথমবার প্রবাসীদের পোস্টাল ভোট
উল্লেখ্য, এবারই প্রথম প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। ‘আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট’ ব্যবস্থার মাধ্যমে এ সুবিধা চালু করেছে নির্বাচন কমিশন। ৫ জানুয়ারি ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন শেষ হয়।
ইসি সূত্র জানায়, আসন্ন নির্বাচনে মোট ১৫ লাখ ২৭ হাজার ১৫৫ জন ভোটারের পোস্টাল ভোট নিবন্ধন অনুমোদন পেয়েছে। এর মধ্যে প্রবাসী ভোটার ৭ লাখ ৬০ হাজারের বেশি। বাকি ভোটাররা সরকারি কর্মকর্তা-কর্মচারী, নির্বাচনী কর্মকর্তা, আনসার-ভিডিপি সদস্য এবং কারাবন্দী।
নির্বাচনের স্বচ্ছতা নিয়ে তৈরি হওয়া এই বিতর্ক শেষ পর্যন্ত কীভাবে গড়ায়, সেদিকে এখন দেশবাসীর দৃষ্টি।
🔥 এক বাসায় একাধিক পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল—ইসির কাছে তদন্ত ও ব্যবস্থা দাবি বিএনপির
#পোস্টালব্যালট #প্রবাসীভোট #জাতীয়নির্বাচন #নির্বাচনকমিশন #BNP #রাজনীতি #বাংলাদেশনিউজ

আপনার মূল্যবান মতামত দিন: