odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
আগামী ১০ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে এই আবেদন করা যাবে। বিজ্ঞপ্তিতে পরীক্ষার সিলেবাস ও নির্দেশাবলীও প্রকাশ করা হয়

স্বাস্থ্য ক্যাডারে চার হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগ দিতে রোববার সরকারি কর্ম কমিশন (পিএসসি)তাদের ওয়েবসাইটে ৩৯ তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৮ April ২০১৮ ২৩:২২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৮ April ২০১৮ ২৩:২২

  

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষ এ বিসিএসে ২০০ নম্বরের লিখিত ও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে।

তবে লিখিত পরীক্ষা হবে এমসিকিউ ধরনের। এর মধ্যে মেডিকেল সায়েন্স বা ডেন্টাল সায়েন্স বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে।

এছাড়া বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে এবং মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে মোট ২০০ নম্বরের পরীক্ষা হবে।

প্রতি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর দেওয়া হবে। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হবে শূন্য দশমিক ৫০ নম্বর।

লিখিত পরীক্ষায় পাস নম্বর পিএসসি নির্ধারণ করবে। মৌখিক পরীক্ষার পাস নম্বর ধরা হয়েছে ৫০। লিখিত পরীক্ষা শুধু ঢাকায় হবে।



আপনার মূল্যবান মতামত দিন: