odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬
ম্যাগাজিন ‘অনন্যা' তাঁর সুযোগ্য সম্পাদনায় জনপ্রিয়তা লাভ করে।

দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী খবরের কাগজ ‘দৈনিক ইত্তেফাক’-এর সম্পাদক-এর দায়িত্ব লাভ করলেন তাসমিমা হোসেন।

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৪ July ২০১৮ ২৩:৪৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৪ July ২০১৮ ২৩:৪৫

নারী অধিকার নিয়ে সোচ্চার, শিকড়ের মূল থেকে উঠে আসা সাংবাদিকদের অভিবাবক,অবেহেলিত প্রতিভাপন্ন নারি লেখকদের এগিয়ে দিয়ে যিনি আসংখ নারী লেখক তৈরী করে সমাজে নিজেকে আলোকিত করেছেন, আজ তারাই প্রতিদান হিসাবে বাংলাদেশের সবাচাইতে প্রাচীন ও ঐতিহ্যবাহী খবরের কাগজ ‘দৈনিক ইত্তেফাক’-এর সম্পাদক-এর দায়িত্ব লাভ করলেন তাসমিমা হোসেন। ২০১৪ সাল থেকে তিনি দৈনিকটির ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তাসমিমা হোসেন ১৯৮৮ সাল থেকে পাক্ষিক ম্যাগাজিন ‘অনন্যা’ প্রকাশ এবং এর সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। তাঁর সুযোগ্য সম্পাদনায় ম্যাগাজিনটি জনপ্রিয়তা লাভ করে। তাসমিমা হোসেন ১৯৫১ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৬ সালে পিরোজপুরের ভান্ডারিয়া-কাউখালি আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাসমিমা হোসেন ‘ব্রেকিং দ্য সাইলেন্স’ নামের বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমান চেয়ারপারসন। ব্যক্তিগত জীবনে তিনি চার সন্তানের জননী। তার কনিষ্ঠা কন্যা আনুশে হোসেনও যুক্তরাষ্ট্রে সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত এবং জনপ্রিয় কলাম লেখক।



আপনার মূল্যবান মতামত দিন: