odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
প্রধানমন্ত্রী সংবর্ধনা যুবলীগের ব্যতিক্রম উপস্থিতি

লাল সবুজের সমারাহো সোহরাওয়ারদী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২১ July ২০১৮ ১৫:২৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২১ July ২০১৮ ১৫:২৯

গণসংবর্ধণা অনুষ্ঠানকে সফল করতে আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ অনুষ্ঠানে তিন লক্ষাধিক লোকের সমাগম হবে বলে ধারণা করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। দেশের রাজনৈতিক ইতিহাসে এ গণসংবর্ধনা অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে সংবর্ধনাস্থলকে সাজানো হয়েছে নান্দনিকভাবে। ইংরেজি বর্ণ এল আকৃতিতে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠান স্থলে ৩০ হাজার চেয়ার বসানো হয়েছে। 
যুবলীগ এর নেতা কর্মীরা বরাবরের মত এবার ও বর্নীল ভাবে উপস্থিতি লক্ষ্য করা যায় । সবুজ টি শার্ট , সবুজ টুপি, হাতে রুমাল , ও নেএীর ছবি নিয়ে যুবলীগ দক্ষিন সভাপতি ইসমাইল চৌধুরী , তার কর্মীদের উৎসাহ উদ্দিপনার মাধ্যমে সমাবেশ স্খল মাতিয়ে রাখছে ।
 
দেশের বরেণ্য চিত্র শিল্পী হাশেম খানের তত্ত্বাবধানে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬টি ছবি নিয়ে আয়োজন করা হবে চিত্র প্রদর্শনীর। এ প্রদর্শনীতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবিসহ থাকবে তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে লেখা বইসমূহ। এ ছাড়াও প্রদর্শনীতিতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও বঙ্গবন্ধুর কারাগারের রোজ নামচা বইদু’টিও স্থান পাবে। 
 
সংবর্ধনাস্থলের বাইরেও ব্যাপকভাবে সাজানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সংবর্ধনাস্থলে যে সড়ক দিয়ে আসবেন সে সড়কগুলোতে সরকারের বিভিন্ন উন্নয়ন ও অর্জনের ছবি সংবলিত পোস্টার-ফেস্টুন লাগানো হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: