odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার কাছে বেলজিয়াম আওয়ামী লীগের কনফারেন্স এর রিপোর্ট প্রদান

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৫ September ২০১৮ ০১:৫৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৫ September ২০১৮ ০১:৫৬

সফল রাস্ট্র নায়ক   , বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, ইউরোপীয় পালা'মেন্টে বেলজিয়াম আওয়ামী লীগের কনফারেন্স এর রিপোর্ট প্রদান।মাননীয় প্রধানমন্ত্রী বেলজিয়াম আওয়ামী লীগ আয়োজিত "Wonder economy Bamgladesh, development and challanges" এবং অন্যান্য কাজের জন্য ঊচ্ছসিত প্রশংসা করেন। বেলজিয়াম আওয়ামী লীগ, আগামী নিবা'চনে, বিএন পি, জামাত ও সাধীনতাবিরোধীদের পেট্রল বোমা, অপপ্রচার বনাম বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নশীল রাজনীতিকে অব্যাহত রাখার জন্য জনমত তৈরী করার জন্য European Parliament এ সম্মেলন করার পরিকল্পনা ব্যক্ত করেন। European নেত্তৃবৃনদ বলেন, আমাদের যে কোন মুল্যে গণতন্ত্র ও দেশের উন্নয়ন অব্যাহত রাখার জন্য যে কোন মুল্যে আগামী সংসদ নিবা'চনে প্রিয় সংগঠন আওয়ামী লীগকে আবার বিজয়ী করতে হবে।লন্ডনের স্থানীয় একটা হোটেলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতরত সভাপতি শহীদুল হক ও তার পরিবার, সাধারন সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, সহসভাপতি হুমায়ুন মাকসুদ হিমু, প্রচার সম্পাদক আখতারুজ্জামান।মাননীয় প্রধানমন্ত্রীর সাথে উপস্তিত ছিলেন,আওয়ামী লীগ কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, UK আওয়ামী লীগের সভাপতি, সুলতান শরীফ ও ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতৃবৃনদ।



আপনার মূল্যবান মতামত দিন: