odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বিমানবন্দরের সামনে বোমায় নিহত আয়াদ

Admin 1 | প্রকাশিত: ২৭ March ২০১৭ ১০:০৪

Admin 1
প্রকাশিত: ২৭ March ২০১৭ ১০:০৪

রাজধানীতে বিমানবন্দরের সামনের সড়কের গোলচত্বরে পুলিশ বক্সের কাছে গত শুক্রবার বোমা বিস্ফোরণে নিহত তরুণের পরিচয় পাওয়া গেছে। তার নাম আয়াদ হাসান (১৭)। পুলিশের একাধিক সূত্র রোববার এ তথ্য নিশ্চিত করেছে।

সাত মাস আগে ঢাকার মিরপুর থেকে নিখোঁজ দুই খালাতো ভাইয়ের একজন এই আয়াদ। রোববার রাতে আয়াদ হোসেনের মা মুনমুন আহমেদের মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে পুলিশের সঙ্গে কথা বলতে অনুরোধ করেন। আয়াদ বাবা-মায়ের একমাত্র ছেলে।

ও-লেভেল পরীক্ষার পর খালাতো ভাই রাফিদ হাসানের সঙ্গে সে ঘর ছাড়ে গত বছরের ৯ আগস্ট। যাওয়ার আগে দুজনে বাসায় চিরকুট রেখে যায়। এ কারণে তখন থেকেই আশঙ্কা করা হচ্ছিল যে দুই ভাই জঙ্গিবাদে জড়িয়েছে। এ বিষয়ে তখন আয়াদের মা মুনমুন আহমেদ মিরপুর থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শনিবার ময়নাতদন্তের পর ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সোহেল মাহমুদ বলেন, বোমা বহনকারীর শরীরে ৫৪ ইঞ্চি তার প্যাঁচানো ছিল। হাতের কবজিতে ছিল রেগুলেটর। এর বাইরে ব্যাগেও সে তিনটি বোমা বহন করছিল। বোমার বিস্ফোরণে তার পিঠ থেকে নিচের অংশ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। পুলিশ বলছে, আয়াদের মৃতদেহের পাশে চালু অবস্থায় একটি সিম্ফনি ফোন পাওয়া যায়।



আপনার মূল্যবান মতামত দিন: