odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বিএনপিকে নিষিদ্ধের দাবিতে যুবলীগের মিছিল-সমাবেশ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৫ October ২০১৮ ১৯:৫২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৫ October ২০১৮ ১৯:৫২

 

 

নিজস্ব প্রতিবেদক: আজ বৃহঃস্পতি বার বিকালে রাজধানীর বংশালের ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ৩৩ নং ওয়ার্ড, বিএনপি সন্ত্রাসী দল ও জঙ্গী সংগঠন হওয়ায় যা ইতিমধ্যে কানাডার ফেডারেল কোর্ট রায় দিয়েছে।

এ জন্য জনগনকে সচেতন করা ও বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে ৩৩ নং ওয়ার্ড যুবলীগ লিফলেট বিতরন, মিছিল ও সমাবেশ করেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে প্রমাণিত এবং অতীতের 'জ্বালাও-পোড়াও' কর্মসূচির কারণে বিএনপিকে 'খুনি-সন্ত্রাসী' রাজনৈতিক দল হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধের দাবিতে ধারাবাহিক কর্মসূচির আজ ৬ষ্ট দিনের মত মাঠে নেমেছে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ।

বিএনপিকে নিষিদ্ধের দাবিতে ১০ দিনের কর্মসূচির ৬ ষ্ঠ তম ছিল আজ। সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি প্রধান অতিথির বক্তব্যে, মুহামমদ মাহবুবুর রহমান পলাশ বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জিয়াউর রহমান জড়িত ছিল। তখনই তার দল বিএনপিকে নিষিদ্ধ করার দরকার ছিল। কিন্তু তখন করা হয়নি। তাদের রাজনীতির সুযোগ দেয়া হয়েছে। এর ফলে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে।

সেটা না পারলেও সেদিন তারা ২৪ জনকে হত্যা করে। এরপর থেকে গণতন্ত্রের নামে নানা সহিংশ আন্দোলনে তারা মানুষ মেরেই চলছে। ২০১৩ ও ২০১৪ সাল তার প্রকৃষ্ট উদাহরণ। যুব বন্ধু একথা কাকরাইলের কর্মসুচীর প্রথমদিন বলেছিলেন। যুব বন্ধু সম্রাট ভাই আরও বলেছিলেন, একটি দলের নেতৃত্বশূন্য করতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ২১ আগস্টের গ্রেনেড হামলা করেছে। তাতে প্রমাণিত হয় বিএনপি সন্ত্রাসী দল। তাদের নিষিদ্ধ করতে হবে।

তাদেরকে রাজনীতির নামে মানুষ হত্যার সুযোগ দেয়া যবে না। যদি তাদের রাজনৈতিক অধিকার দেয়া হয়,তবে সারা বাংলার যুব সমাজকে সঙ্গে নিয়ে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর নির্দেশনায় ও যুববন্ধু ইসমাইল চৌধুরী সম্রাট ভাইয়ের নেতৃত্বে বৃহত্তর কর্মসূচি দিয়ে জনমত গরে তোলা হবে। ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড যুবলীগের সভাপতি আঃ আওয়ালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আঃআউয়াল মানিকের পরিচালনায় অনুষ্টানটি পরিচালিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলী আকবর বাবুল, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু,মাকসুদুর রহমান,অর্থ সম্পাদক ফিরোজ উদ্দিন সায়মন, সহ সমপাদক ফালান, মহানগর যুবলীগের অন্যতম সদস্য এম আর মিঠু,মোসতাফিজুর রহমান তপু প্রমুখ। পরে সেখান থেকে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি ওয়ার্ড কাউন্সিলর আওয়ালের বাড়ির সামনে থেকে শুরু হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে সাদেক রোড,সাতরওজা, মাজেদ সরদার রোড এলাকায় সরকারের উন্নয়নচিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়।

এদিকে বিএনপিকে নিষিদ্ধের দাবিতে যুবলীগের মিছিল-সমাবেশ বৃহঃস্পতি বার বিকালে রাজধানীর নন্দীপাড়া ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ৭৪নং ওয়ার্ডের "বিএনপি সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ হওয়ায় প্রয়োজন" এই দাবিতে ওয়ার্ড যুবলীগ লিফলেট বিতরন, মিছিল ও সমাবেশ করেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে প্রমাণিত এবং অতীতের 'জ্বালাও-পোড়াও' কর্মসূচির কারণে বিএনপিকে 'খুনি-সন্ত্রাসী' রাজনৈতিক দল হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধের দাবিতে ধারাবাহিক কর্মসূচির আজ ৬ষ্ট দিনের মত মাঠে নেমেছে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ।

সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ন সম্পাদক ওমর ফারুক প্রধান অতিথি ছিলেন, প্রধান বক্তা প্রচার ও প্রকাশনা সম্পাদক আরমান হক বাবু বিশেষ আতিথী ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল ইসলাম ও ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম খা। সভাপতিত্ব করেন ৭৪ নং সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারন সম্পাদক হাবিবুর রহমান সোহাগ পরিচালনায় অনুষ্টানটি পরিচালিত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ৭৩ নং ওয়ার্ড সভাপতি মাহমুদুল হাসান নাসির ও সাধারন সম্পাদক মুসলিম সরদার এবং ৭৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাহবুবুর ইসলাম রাসেল।

 



আপনার মূল্যবান মতামত দিন: