odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ঢাকায় চোখে পড়ে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৩ November ২০১৮ ১৭:০২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৩ November ২০১৮ ১৭:০২

জাহাঙ্গীর আলম: খুব কমই চোখে পড়ে আজ কাল ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি। গুলিস্থান রাজধানীর একটি ব্যস্থময় শহর।

এই শহরটিতেই চোখে পড়ে পরিবহনের জন্য ঘোড়ার গাড়ি। গুলিস্থানের জিরো পয়েন্ট গোলাপ শাহ মাজারের অপজিটেই অবস্থান করে এই ঘোড়ার গাড়িগুলো।


যাত্রিদের গুলিস্থান থেকে সদরঘাটে নিয়ে যাওয়া আসার জন্যই সিরিয়ালে অবস্থান করে তারা।
গুলিস্থন জিরো পয়েন্টে এলেই শোনা যায় ‍‍'সদর ঘাট ,সদর ঘাট' বলে ঘোড়ার গাড়ির চালকদের চিৎকার।


ভাড়াও খুব বেশি নয়, মাত্র ২০ টাকা ভারায় যাত্রীদের নিয়ে যায় ঘাটে।



আপনার মূল্যবান মতামত দিন: