odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় চায় জনগণ-নাসিম

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৪ November ২০১৮ ২০:৪৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৪ November ২০১৮ ২০:৪৩

স্টাফ রিপোর্টার: আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। শুধু দেশের মানুষই নয় উন্নয়নে বিষ্মিত সারা বিশ্ব নেতারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় দেখতে চায়।

আওয়ামীলীগ দেশকে উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে গেছি। গত ১০ বছরে দেশে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। সেজন্য সারা দুনিয়া শেখ হাসিনার প্রশংসা করছে। ওমরাহ পালনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সৌদি আরবের বাদশা বলেছেন, আপনারা ক্ষমতায় আবারো ফিরে আসেন এটা আমরা চাই।

তিনি শনিবার দুপুরে সিরাজগঞ্জের এনায়েতপুরে উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল হযরত খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) মাজার জিয়ারত শেষে দলীয় নেতাদের নিয়ে দরবারের গদ্দিনশীন পীর হযরত খাজা কামাল উদ্দিন নুহু মিয়ার সাথে সৌজন্য সাক্ষাত কালে এসব কথা বলেন। এর আগে মন্ত্রী খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) মাজার জিয়ারত করে বিশেস মেনাজাতে অংশ নেন। মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবসহ তাঁর পরিবারের সকল সদস্য, জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধে শহীদানদের আত্বার শান্তি কামনা করেন। একই সাথে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ দেশ ও জাতির মান্তি কামনা করা হয়।

তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ জঙ্গী মুক্ত হয়েছে। বিদ্যুৎ সহ অন্যান্য সমস্যার সমাধান হয়েছে। পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে। গ্রামের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে আবারো আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। এই নির্বাচন আওয়ামীলীগের জন্য অত্যন্ত গুরুত্বপুর্ন নির্বাচনউল্লেখ করে মোহাম্মদ নাসিম আরো বলেন, প্রধানমন্ত্রী ধর্মের প্রতি শ্রদ্ধাশীল মানুষ। ভোরে ফজর নামাজ শেষে কোরআন তেলওয়াতের পর দিনে কাজ শুরু করেন। পীর মুর্শিদের মাজারেও দোয়া নিতে যান। খাঁটি মসুলমান হিসেবে তিনি জীবন-যাপন করেন। ইতো মধ্যেই কওমী শিক্ষা ব্যবস্থাকে স্বীকৃতি দিয়ে সকল আলেমদের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন। তাই দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে তার নেতৃত্বে আমরা এগিয়ে যেতে চাই।

এসময় খাজা কামাল উদ্দিন নুহু মিয়া এনায়েতপুর থানাকে উপজেলা বাস্তবায়নের দাবী তুললে স্বাস্থ্যমন্ত্রী বলেন আগামীতে আওয়ামীলীগ আবারো ক্ষমতায় আসলে আমার প্রধান কাজ হবে উপজেলা বাস্তবায়ন। এসময় খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় পরিচালনা পরিষদের পরিচালক মোহাম্মদ ইউসুফ, সিরাজগঞ্জ জেলা আওয়ামীরীগের সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল বারী সেখ, উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড, মারুফ বিন হাবীব, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল হাকিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, সাবেক ছাত্র নেতা রাশেদ ইউসফ জুয়েল, মাসুদ রানা তালুকদার, এনায়েতপুর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ বজলুর রশিদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজগার মাষ্টার, ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁদ মিয়া, রাশেদুল ইসলাম সিরাজ, হাজী সুলতান মাহমুদ, প্রমুখ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: