odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

শিক্ষার্থীদের বেতন ৫ গুণ বাড়বে: অর্থমন্ত্রী

Admin 1 | প্রকাশিত: ৩১ March ২০১৭ ০৮:১১

Admin 1
প্রকাশিত: ৩১ March ২০১৭ ০৮:১১

সরকারি মেডিকেল কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতন পাঁচ গুণ বাড়াতে চান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামী অর্থবছরের বাজেট নিয়ে বৃহস্পতিবার এনজিও প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় তিনি নিজের এই চাওয়ার কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, “বর্তমানে পোস্ট মাধ্যমিক সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বেতন অনেক কম।  “যেসব সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বেতন ও টিউশন ফি ১২ থেকে ২০ টাকার মধ্যে, তা বাড়িয়ে আগামী বাজেটে ৫ গুণ করা হবে।”

বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের খরচের সঙ্গে তুলনা করে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: