odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

১৫ ডিসেম্বরের মধ্যে দলের নির্বাচনী ইশতেহার : কাদের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩০ November ২০১৮ ১৫:০০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩০ November ২০১৮ ১৫:০০

ক্ষমতায় না থাকলেও আওয়ামী লীগ পালিয়ে যাবে না। দেশ ও জনগণের রাজনীতি করে যাবে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ ( শুক্রবার) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

কাদের বলেন, এবার ইশতেহারে গুরুত্ব পাবে গ্রামকে শহরে রূপান্তরিত করার কর্মসূচি।

তিনি বলেন, অনেক উড়ালসড়ক নির্মাণ করা হয়েছে। অনেকে বলেছিল-এগুলো কোন কাজে আসবে না। মালিবাগ-মৌচাকের ফ্লাইওভার, মেয়র হানিফ ফ্লাইওভার যেখানে যানজট লেগে থাকত। সেখানে দ্রুত যাওয়া যায়।

এবার নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে ২৮১টি আসনে মনোনয়ন দেয়া হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ ডিসেম্বর।

এই নির্বাচনে প্রার্থী হতে সারাদেশে ৩০০ আসনে মোট তিন হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে।

এরমধ্যে আওয়ামী লীগের ২৮১টি, বিএনপির ৬৯৬টি, জাতীয় পার্টির ২৩৩টি এবং অন্যান্য রাজনৈতিক দলের ১৩৫৭টি মনোনয়নপত্র জমা পড়েছে। আর স্বতন্ত্র ৪৯৮টি মনোনয়নপত্র জমা পড়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: