odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

আমার বাবাকে আপনারা ভোট দেবেন না: এলিট

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২ December ২০১৮ ০৫:৪৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২ December ২০১৮ ০৫:৪৪

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল ইসলামকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন তার ছেলে নিয়াজ মোর্শেদ এলিট। তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন।

নিজের ফেসবুক পেজে দেয়া এক ভিডিও পোস্টে তিনি বলেন, ‘আমার বাবা মনিরুল ইসলাম ইউসুফ আগামী নির্বাচনে চট্টগ্রাম-১ আসন থেকে বিএনপি-জামায়াত জোটের মনোনয়ন পেয়েছেন। আমি তার একমাত্র ছেলে হিসেবে আপনাদের বলছি- আমার বাবাকে আপনারা ভোট দেবেন না। আমি আবারও বলছি- আপনারা আমার বাবাকে ভোট দেবেন না।’

তিনি বলেন, ‘আমি আবারও বলছি- আপনারা আমার বাবাকে ভোট দেবেন না। আমি কেন বলছি, সেটি আমি একটু আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করি। আমাদের পুরো পরিবার ও আমার বাবা একজন মুক্তিযোদ্ধা। আমরা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে এ জীবনটি পার করেছি। বিএনপির মতো একটি সর্বহারা দল, বিএনপি-জামায়াত জোটের মতো জঙ্গি এবং মানুষ পোড়ানোর যে একটা জোট, সে জোটে আমার বাবার মতো একজন মুক্তিযোদ্ধা রিপ্রেজেন্ট করছে, এটি আমার নিজের কাছে খুব একটা লজ্জা অনুভূত হচ্ছে।’

এলিট আরও বলেন, ‘আমি একটি জিনিস বলতে চাই- শুধু লন্ডন কানেকশন থাকলে, লন্ডনের সঙ্গে ভালো সম্পর্ক থাকলে যে নমিনেশন পাওয়া যায়, এটি একটি উদাহরণ। চট্টগ্রাম-১ এর মিরসরাইয়ের জনগণকে আহ্বান জানাচ্ছি- আপনারা বিএনপি-জামায়াতকে, ধানের শীষকে এবং আমার বাবাকে বর্জন করুন।’



আপনার মূল্যবান মতামত দিন: