odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

আন্দোলনে নয় নির্বাচনের মুডে জনগণ: ওবায়দুল কাদের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২ December ২০১৮ ১৫:১২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২ December ২০১৮ ১৫:১২

স্টাফ রিপোর্টার: বিএনপি যতই আন্দোলনের কথা বলুক জনগণ এখন নির্বাচনের মুডে। তারা এখন আন্দোলনের মুডে নয়। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার বেলা সাড়ে ১২টায় রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গতকাল শনিবার বেলা তিনটায় রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, নেতাকর্মীদের গ্রেপ্তার বন্ধ না করা হলে তারা বৃহত্তর কর্মসূচিতে যাবেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি তাদের প্রধানমন্ত্রী ফেজ প্রদর্শন করতে পারেনি। এটা তাদের ব্যর্থতা।

তিনি বলেন, নির্বাচনের আগে তাদের প্রধানমন্ত্রী কে তা ঠিক করতে না পারায় তাদের পরাজয় হয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার মতো তাদের কোনও নেতা নেই।

দিন যতই যাচ্ছে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত হচ্ছে বলে মনে করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, গণগ্রেপ্তারের যে অভিযোগ বিএনপি করছে তার সুনির্দিষ্ট তালিকা দিতে হবে। সন্ত্রাসী ছাড়া কাউকে গ্রেপ্তার করা হয়নি।

আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক মনে করেন নির্বাচন থেকে সরে যাওয়ার ষড়যন্ত্র নিয়ে এগোচ্ছে জাতীয় এক্যফ্রন্ট।



আপনার মূল্যবান মতামত দিন: