odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বাতিল হলো জাপা মহাসচিবের মনোনয়নপত্র

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২ December ২০১৮ ১৭:৩৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২ December ২০১৮ ১৭:৩৬

পটুয়াখালী-১ আসনে ঋণখেলাপির অভিযোগে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এবং হলফনামায় স্বাক্ষর না থাকায় গোলাম মাওলা রনিসহ পটুয়াখালীতে ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের দরবার হলে মনোনয়নপত্র বাছাইকালে জেলা রিটার্নিং অফিসার মো. মতিউল ইসলাম চৌধুরী এসব মনোনয়নপত্র বাতিল করেন।

তবে, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী তিনদিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর আপিল করতে পারবেন বলে জেলা রিটার্নিং অফিসার জানিয়েছেন।

মনোনয়নপত্র বাছাইয়ে পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে ১২ জনের মধ্যে ৫ জন, পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে ১০ জনের মধ্যে ৩ জনের এবং পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে ৭ জনের মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে বিএনপি থেকে তিনজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এ তিনজনের মধ্যে হলফনামায় স্বাক্ষর না থাকায় গোলাম মাওলা রনির এবং ঋণ খেলাপি হওয়ায় মো. শাহজাহান খানের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।



আপনার মূল্যবান মতামত দিন: