odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

আওয়ামী লীগে যোগ দিলেন বিএনপির দুইশ’ নেতাকর্মী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৯ December ২০১৮ ১৯:২৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৯ December ২০১৮ ১৯:২৩

কিশোরগঞ্জের ভৈরবে পৌর ও ইউনিয়ন বিএনপির প্রায় দুই শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

শনিবার দুপুরে শহরের আওয়ামী লীগ কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগ দেন।

এসময় তাদেরকে ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. সায়দুল্লাহ মিয়া। পরে আওয়ামী লীগে যোগ দেয়া নেতাকর্মীদের মিষ্টিমুখও করানো হয়।

প্রথমে উপজেলার গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদ খানের নেতৃত্বে শতাধিক বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন। পরে পৌর আওয়ামী লীগের নেতা ও সাবেক কমিশনার আব্দুল ওহাব মামুনের নেতৃত্বে বিএনপির আরও শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন।

বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়া নেতাকর্মীরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ। এছাড়া ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আকৃষ্ট হয়ে বিসিবি সভাপতি আলহাজ নাজমুল হাসান পাপনের হাতকে শক্তিশালী করতে তারা আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সেন্টু, সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ।



আপনার মূল্যবান মতামত দিন: