odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ফের ক্ষমতায় গেলে ফরিদপুর বিভাগ হবে: প্রধানমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৩ December ২০১৮ ১৪:১৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৩ December ২০১৮ ১৪:১৭

ফরিদপুরকে মানুষ ঠাট্টা করে ফকিরপুর বলত এখন আর কেউ ঠাট্টা করতে পারে না। ফরিদপুর এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। আপনারা ফরিদপুরবাসীই ভালো বলতে পারবেন। আরেকবার নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের সুযোগ দিন।

বললেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার ফরিদপুরে পথসভায় এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ২০১৪ সালে নির্বাচন ঠেকানোর জন্য অনেক ষড়যন্ত্র করেছিল বিএনপি জামায়াত জোট। মানুষ পুড়িয়ে মেরেছিল কিন্তু তারা পারেনি। আমরা পুনরায় ক্ষমতায় এসেছি।

তিনি বলেন, ২০০৮ থেকে ২০১৮ এই সময়ের মধ্যে সমগ্র দেশে যে উন্নয়ন হয়েছে তার অংশীদার ফরিদপুরবাসীও আপনারাই জানেন কিভাবে এ এলাকার উন্নয়ন করেছি। আমরা যখন এসেছি তখনই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছি।

তিনি বলেন, আজকে ৯৩ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। ৩২০০ মেগা ওয়াট বিদ্যুৎ উৎপাদন থেকে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ সক্ষমতা অর্জন করেছে।

শেখ হাসিনা বলেন, আমরা মহা পরিকল্পনা নিয়েছি ২০২১ সালে স্বাধীনতার সুর্বণজয়ন্তী পালন করবো । এই ২০২১ সালের মধ্যে আমরা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আলো জ্বালবো, প্রত্যেকটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিব।



আপনার মূল্যবান মতামত দিন: