odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

জাহ্নবীর এই স্টাইল হুবহু টুকে দিলেন আমিশা!

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৬ January ২০১৯ ১৯:৩৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৬ January ২০১৯ ১৯:৩৫

বিনোদন ডেস্ক

জিমে যাচ্ছিলেন জাহ্নবী কাপুর। আর জাহ্নবীর সঙ্গে ছিল কাঁধঝোলা ছোট্ট একটা ব্যাগ। পাপারাজ্জিদের নজরে চলে এসেছিল জাহ্নবীর ওই ব্যাগ। খুব ভাইরালও হয়েছিল ব্যাগ-সহ অভিনেত্রীর সেই ছবি। এবার সেই একই ব্যাগ নিয়ে দেখা গেল আর এক অভিনেত্রীকে। তিনি আমিশা প্যাটেল। হালফিলের ছবিতে তাকে একেবারেই দেখা যাচ্ছে না। তাতে কী? আমিশা কিন্তু সোশ্যাল মিডিয়ায় সব সময়েই অ্যাক্টিভ।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, সে দিন যখন জিমে যাচ্ছিলেন জাহ্নবী, তার পরনেও কিছুটা একই রকমেরই পোশাক ছিল। ব্লু অফ শোল্ডার টপে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। আমিশার পরনে ছিল সাদা টি-শার্ট আর ডেনিম শর্টস। দু’জনেরই কমন ছিল ডেনিম শর্টস। পোশাক থেকে শুরু করে ব্যাগ— আমিশা কি জাহ্নবীকে কপি করছেন? এই প্রশ্নই ঘোরাফেরা করছে নেটিজেনদের মুখে মুখে।

তবে এই ব্যাগটি নিয়েও কম আলোচনা হচ্ছে না নেটপাড়ার লোকজনদের মধ্যে। ব্যাগটি আসলে লুই ভিত্তোঁর। দেখতে ছোট হলে কী! এই ব্যাগেরই দাম ২,৮১০ মার্কিন ডলার, ভারতীয় মূল্যে যা প্রায় ২ লক্ষ টাকা।



আপনার মূল্যবান মতামত দিন: