odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
এসেছে ঋতুরাজ বসন্ত।

বসন্তবরণে বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

gazi anwar | প্রকাশিত: ১৪ February ২০১৯ ০১:০০

gazi anwar
প্রকাশিত: ১৪ February ২০১৯ ০১:০০

ফাগুনের প্রথম দিনে যেনো আগুন লেগছে সবার মনে। এসেছে ঋতুরাজ বসন্ত।
সব জরা ভেঙে প্রকৃতি নিজেকে রাঙিয়েছে নতুন রঙে। বসন্তবরণে বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি হাতে হলুদ গাঁদা, গায়ে বাসন্তী শাড়ি পরে সেজেছেন । এক মুহূর্তের জন্য যেনো তার সব ব্যস্ততা ভুলে মেতেছেন আন্দন্দের জোয়ারে। লাল, হলুদ, সবুজ, বেগুনি, কমলা বা সাদা রঙে নিজেদের সাজিয়েছেন বাসন্তী সাজে।এ ছাড়া তার সাথে বাসন্তী সাজে সেজেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি। এম পি



আপনার মূল্যবান মতামত দিন: