odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

জাতির পিতার প্রতিকৃতি হবে স্ট্যাচু অব লিবার্টির আদলে

Akbar | প্রকাশিত: ১০ May ২০১৯ ২০:৩৯

Akbar
প্রকাশিত: ১০ May ২০১৯ ২০:৩৯

ঢাকা, ১০ মে (অধিকারপত্র): যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টির আদলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি তৈরি করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনে বর্ণাঢ্য কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ উপলক্ষে স্ট্যাচু অব লিবার্টির আদলে জাতির পিতার প্রতিকৃতি তৈরি করবে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে মুজিববর্ষ উদযাপন করবে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, কক্সবাজারের মেরিন ড্রাইভের পাশে বঙ্গবন্ধুর ওই প্রতিকৃতি স্থাপনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের শত বছর পূর্ণ হবে। আর ২০২১ সালের ২৬ মার্চ বাংলাদেশ উদযাপন করবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।



আপনার মূল্যবান মতামত দিন: