odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

ইসি পুনর্গঠনে হচ্ছে ৫ সদস্যের সার্চ কমিটি

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ১৬ January ২০১৭ ০০:৩৫

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১৬ January ২০১৭ ০০:৩৫

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের জন্য শিগগিরই পাঁচ সদস্যবিশিষ্ট সার্চ কমিটি গঠন করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

বঙ্গভবনের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, রাষ্ট্রপতি শিগগিরই সার্চ কমিটি গঠন করবেন। ওই কমিটি রাষ্ট্রপতির কাছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশনারদের (ইসি) নাম সুপারিশ করবে।

ওই কর্মকর্তা জানান, ইসি পুনর্গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ শেষে দ্রুত সার্চ কমিটি গঠন করা হবে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ নির্বাচন কমিশন গঠন বিষয়ে গত ১৮ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ ২৩টি রাজনৈতিক দল আলাদাভাবে রাষ্ট্রপতির সঙ্গে ইসি পুনর্গঠন নিয়ে আলোচনা করেছে। আগামী ১৮ জানুয়ারি শেষ হবে এ সংলাপ।

উল্লেখ,  ২০১২ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের পর সার্চ কমিটি গঠনের মাধ্যমে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেন।



আপনার মূল্যবান মতামত দিন: