ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০১৯ : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের আবেদনপত্র সংগ্রহ করার আহবান জানিয়েছে আওয়ামী লীগ।
দলের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানিয়ে বলা হয়, আগামী ২৪, ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করতে হবে বলেও জানানো হয়। আগামী ২৭ ডিসেম্বর বিকাল ৫টার মধ্যে আবেদনপত্র জমা দেয়ার শেষ সময় বলেও এতে জানানো হয়।

আপনার মূল্যবান মতামত দিন: