ঢাকা | শনিবার, ৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

স্পীডবোটের মুখোমুখি সংঘর্ষে শিমুলিয়া-কাঁঠালবাড়ী আহত ৬।

ahsanul islam | প্রকাশিত: ২ অক্টোবর ২০২০ ০৮:১৪

ahsanul islam
প্রকাশিত: ২ অক্টোবর ২০২০ ০৮:১৪

স্পীডবোটের মুখোমুখি সংঘর্ষে শিমুলিয়া-কাঁঠালবাড়ী আহত ৬।

ডেক্স নিউজঃ

ফাইল ছবি

 

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে পদ্মানদীর চ্যানেলে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে মাদারীপুরের শিবচর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

কাঁঠালবাড়ী ঘাটের একাধিক সূত্রে জানা যায় ,বৃহস্পতিবার  (১ অক্টোবর) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্পিডবোট দুটিতে ১৫-২০ জন করে যাত্রী ছিল।

দুর্ঘটনা বিষয়ে বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়,এ দুর্ঘটনায় গুরুতর হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তারা আরও জানায়,বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শিমুলিয়া থেকে শরিয়তপুরের মাঝিকান্দি যাচ্ছিল একটি স্পিডবোট।

তখন কাঁঠালবাড়ী থেকে শিমুলিয়াগামী অপর একটি স্পিডবোটের সঙ্গে পদ্মাসেতু চ্যানেলমুখে সংঘর্ষ হয়।

এ সময় একটি স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে পাশের চরের সঙ্গে ধাক্কা লাগে বলে জানা গেছে।

 কাঁঠালবাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান,চ্যানেলমুখে দুটি স্পিডবোটের হালকা সংঘর্ষ হয়।

তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি,যাত্রীদের মধ্যে কয়েকজন সামান্য আহত হয়েছেন।

চ্যানেল মুখে গতি কম থাকায় মারাত্মক দুর্ঘটনা থেকে রেহাই পেয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: