
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে এসএসসি ব্যাচ-২০০১ ঢাকা উত্তর বন্ধুদের উদ্যোগে নিজস্ব অর্থায়নে "" ঈদ হাসি প্যাকেজ"' বিতরণ শুরু হয়েছে।
শনিবার বিকেলে সাভারের পুলিশ টাউনের বিপরীতে থাকা অর্ধ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে "" ঈদ হাসি প্যাকেজ"' বিতরণ করা হয়।
সমাজের গরীব ও খেটে খাওয়া মানুষের মাঝে অন্তত ঈদের দিন কিঞ্চিত হাসি ফোটানোই এই প্যাকেজের লক্ষ এবং উদ্দেশ্য।
প্রতিটি "" ঈদ হাসি প্যাকেজ"' এর মধ্যে উপহার হিসেবে মধ্যে রয়েছে চিনি গুঁড়া চাল, চিনি, তেল, গুড়োঁদুধ, নুডুলস্, সেমাই, সাবান ও মাস্ক।
শনিবার থেকে বিতরণ শুরু হওয়া "" ঈদ হাসি প্যাকেজ"' টি ঈদের দিন পর্যন্ত বিভিন্ন এলাকার প্রায় এক হাজার অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে বিতরণ অব্যাহত থাকবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: