odhikarpatra@gmail.com ঢাকা | মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

ছাত্রলীগসহ তিন সংগঠনকে সম্মেলনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ মে ২০২২ ০১:৩৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মে ২০২২ ০১:৩৮

মেয়াদোত্তীর্ণ তিন সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, যুব মহিলা লীগ এবং মহিলা লীগকে সম্মেলনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাদের সঙ্গে তিনটি সংগঠনের নেতারা এ বিষয়ে সমন্বয় করে দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশ ক্রমে সম্মেলন আয়োজন করতে বলেছেন তিনি।

মঙ্গলবার (১০ মে) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ও সহযোগী সংগঠনের নেতাদের এক যৌথ সভায় এ নির্দেশনা দিয়েছেন ওবায়দুল কাদের বলে বৈঠক সূত্রে জানা গেছে।

বৈঠক সূত্রে জানা গেছে, সভায় আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষ্যে দলের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র সংশোধনের দায়িত্ব দেয়া হয়েছে তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদকে। ২৩ জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ ক্রোরপত্র প্রকাশের দায়িত্ব দেওয়া হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদকে। সম্মেলন উপলক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের তথ্য হালনাগাদ করার দায়িত্ব দেয়া হয়েছে দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে ।

আগামী ১৭ মে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বিভিন্ন আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: