ঢাকা | বৃহঃস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

মরতে তো হবে একদিন, এটাই ফাইনা-শামীম ওসমান

অধিকার পত্র প্রতিবেদক | প্রকাশিত: ২৮ জুলাই ২০২২ ১৮:৪৫

অধিকার পত্র প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুলাই ২০২২ ১৮:৪৫

গতকাল ২৭ জুলাই বুধবার বিকেলে নগরীর কালির বাজারে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে জেলা কমিউনিটি পুলিশের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন,রাজনীতি করতে এসেছি। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে একটি কথা বলতে চাই। সামনের সময়টা ভালো না, শুধু আমাদের জন্য না বরং সারা বিশ্বের জন্যই ভালো না। আজকে শেখ হাসিনা বাংলাদেশকে কীভাবে মোকাবিলা করছেন? সেটা মনের জোড়ে করছেন। আল্লাহ তায়ালা তাকে সেই মনের জোড় দিয়েছেন। আমরা যারা ভিতরে আছি আমরা বুঝতে পারছি|

তিনি বলেন, যারা মাদক বেচে সমাজে, মাদক খেয়ে সমাজটাকে নষ্ট করে দিচ্ছেন, কার জন্য করছেন? আপনার ছেলে-মেয়ের জন্য অনেক টাকা-পয়সা রেখে যাবেন, জবাব দেবেন না? মানুষের জমি দখল করে সাইনবোর্ড লাগাচ্ছেন। কার জন্য করছেন, নিজের সন্তানদের জন্য ভবিষ্যৎ গড়ছেন? মরবেন না, মরতে তো হবে একদিন, এটাই ফাইনাল। তবে কেন গরিব মানুষের পেটে লাথি দিয়ে টাকা নিচ্ছেন? এদের একজনের অভিশাপ লেগে গেলে আপনি যতই নামাজ-রোজা আর পূজা-অর্চনা করেন না কেন কোনোটাই কাজে আসবে না। আর একটা মানুষের দোয়া যদি লেগে যায় অন্তর থেকে, আর কিছুই লাগে না। আমি এটাতেই বিশ্বাসী।

 



আপনার মূল্যবান মতামত দিন: