
বিনা অপরাধে আড়াই বছরের বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন অজ্ঞাত এক ব্যক্তি। বর্তমানে ঝিনাইদহ জেলা কারাগারে আছেন তিনি। তবে তার বিরুদ্ধে নেই কোনো ধরনের মামলা। পরিচয় না মেলায় কারাগারে থাকতে হচ্ছে মানুষটিকে। কেউ তার ভাষাও বুঝতে পারছে না। শুধু মাত্র উপরের এই ছবিটি একমাত্র তার পরিচয়। জানা যায়নি নাম-ঠিকানা।
আদালতের নথি থেকে জানা যায়, ২০১৯ সালে সদরের নগরবাথান এলাকায় হঠাৎ আবির্ভাব তার। তিনি ভবঘুরে মানুষ, তার ভাষা বোঝে না কেউ, চাইতেন খাবার। একপর্যায়ে বিরক্ত হয়েই ব্যক্তি উদ্যোগেই অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে থানায় জিডি করা হয়। তাকে হেফাজতে নেয় পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে পাঠানো হয় কারাগারে।
ঝিনাইদহ জেল সুপার আনোয়ার হোসেন জানান, একদম নিরিবিলি চুপচাপ থাকেন তিনি, কাউকে ডিস্টার্ব করে না।
বিনা দোষে এভাবে কারাবন্দী থাকার বিষয়কে অমানবিক বলছেন সুশীল সমাজের মানুষরা।
আপনার মূল্যবান মতামত দিন: