
সংবাদ বিস্তারিত
বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার ভুবনে ‘অধিকারপত্র ডটকম’ ইতোমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে একটি নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদপোর্টাল হিসেবে। পাঠকের আস্থা অর্জন ও অধিকারভিত্তিক সাংবাদিকতা চালিয়ে যাওয়ার প্রত্যয়ে এবার যুক্ত হলো নতুন মাত্রা—আজ (শনিবার) তিনজন নবীন ও অভিজ্ঞ সংবাদকর্মী বিশেষ প্রতিনিধি ও সংবাদদাতা হিসেবে যোগ দিয়েছেন।
এই তরুণ সাংবাদিকেরা যেমন অভিজ্ঞতার ভাণ্ডার নিয়ে এসেছেন, তেমনি প্রজন্মের সতেজ দৃষ্টিভঙ্গিও সংবাদ পরিবেশনে নতুন প্রাণসঞ্চার করবে।
নবনিযুক্ত সাংবাদিকবৃন্দ
- বিশেষ প্রতিনিধি (Special National Correspondent) : জনাব মোঃ সাইদুর রহমান
- ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ সংবাদদাতা (Dhaka University Special Correspondent) : জনাব মোঃ আতিক মন্ডল
- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও পুরান ঢাকা বিশেষ সংবাদদাতা (Jagannath University and Old Dhaka Special Correspondent) : জনাব তপু আহমেদ
অভিজ্ঞতার ভরসা: মোঃ সাইদুর রহমান
বিশেষ সংবাদদাতা হিসেবে দায়িত্ব নিয়েছেন জনাব মোঃ সাইদুর রহমান। অর্থনীতিতে বিএসসি (সম্মান) ও এমএসসি ডিগ্রিধারী তিনি দেশি-বিদেশি প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। ছাত্রাবস্থায় সাংবাদিকতার হাতেখড়ি হলেও এর আগে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে রিপোর্ট প্রণয়ন এবং দায়িত্বশীল পদে কাজ করেছেন। মাঠপর্যায়ের খবর সংগ্রহ থেকে শুরু করে বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরিতে রয়েছে তাঁর বিশেষ দক্ষতা।
Special National Correspondent পদটি একটি সিনিয়র পর্যায়ের দায়িত্ব, যেখানে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে এক্সক্লুসিভ প্রতিবেদন তৈরি, মাঠপর্যায়ে অনুসন্ধান পরিচালনা এবং চলমান ঘটনাবলিতে বিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গি প্রদান অপরিহার্য। সাইদুর রহমানের যোগদান অধিকারপত্র ডটকমের সম্পাদকীয় কাভারেজকে আরও শক্তিশালী করবে বলে প্রত্যাশা।
তরুণ উদ্যম ও অভিজ্ঞতার সমন্বয়: মোঃ আতিক মন্ডল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আতিক মন্ডল যোগ দিয়েছেন ঢাবি বিশেষ সংবাদদাতা হিসেবে। তিনি জাগরণী টিভি, এনটিভি, দৈনিক দিনকালসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন এবং সাংবাদিকতায় অর্জন করেছেন বাস্তব অভিজ্ঞতা। একদিকে তরুণ বয়সের উদ্যম, অন্যদিকে পেশাগত পরিপক্বতার ভারসাম্য তাঁকে আলাদা করেছে। তিনি সংবাদ পরিবেশনে আনবেন নতুন দৃষ্টিভঙ্গি ও অনুসন্ধানী মনোভাব, যা পাঠককে সরাসরি বাস্তবতার কাছে পৌঁছে দেবে।
নতুন প্রজন্মের কণ্ঠস্বর: তপু আহমেদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তপু আহমেদ অধিকারপত্র ডটকমের সংবাদদলকে শক্তিশালী করতে যুক্ত হয়েছেন। তিনি দায়িত্ব পালন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও পুরান ঢাকা বিশেষ সংবাদদাতা হিসেবে।
পূর্বে ‘মিডিয়া রিসার্চ’ নামক একটি এনজিওতে কাজের মাধ্যমে তিনি মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ ও গবেষণায় বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে পুরান ঢাকার অলি-গলির সমকালীন প্রবণতা, শিক্ষার্থীদের জীবনযাত্রা এবং সমাজের নানা বাস্তব চিত্র তুলে ধরবেন তিনি।
যাত্রার ধারাবাহিকতায় অধিকারপত্র ডটকম
২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ‘অধিকারপত্র ডটকম’ ধারাবাহিকভাবে পাঠকদের জন্য অধিকারকেন্দ্রিক সংবাদ ও বিশ্লেষণ পরিবেশন করে আসছে। প্রান্তিক মানুষের কণ্ঠস্বর তুলে ধরা, অবহেলিত ইস্যুগুলোকে জনসমক্ষে আনা এবং নিরপেক্ষ সাংবাদিকতার মূলধারায় অবস্থান করা—এসবই এই পোর্টালের প্রধান শক্তি।
নতুন এই তিন সাংবাদিকের যোগদানে অধিকারপত্র ডটকম কেবল সংবাদ পরিবেশনের ক্ষেত্রেই নয়, বরং বস্তুনিষ্ঠতা, স্বচ্ছতা ও পাঠকের আস্থায় আরও এক ধাপ এগিয়ে যাবে।
আজকের পাঠক কেবল খবরের সন্ধানী নন; তারা খোঁজেন বিশ্লেষণ, প্রেক্ষাপট ও বিশ্বাসযোগ্যতা। নবীন ও অভিজ্ঞ এই তিন সংবাদকর্মীর সংযুক্তিতে সেই প্রত্যাশা পূরণের পথ আরও সুদৃঢ় হলো।
আপনার মূল্যবান মতামত দিন: