ঢাকা | বৃহঃস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

মুন্সিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ।

odhikar patra | প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২ ১০:২৮

odhikar patra
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২ ১০:২৮

মো . আহসানুল ইসলাম আমিন,নিজস্ব প্রতিবেদক:

যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে সারাদেশে্র ন্যায় মুন্সিগঞ্জে  স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

জাতির জনকের ৪৭তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে গতকাল সোমবার (১৫ আগস্ট) সকাল ৯টায় ডিসি পার্কের বিপরীতে সদ্য নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরালে প্রথমেই পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল।

এ সময় জেলা পুলিশ সুপার আব্দুল মোমে পিপিএম বার, জেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ,বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, জেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমীক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, , সকল সরকারি দপ্তরসমুহ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের আত্তার মাগফেরাত কামনায় দোয়া  মোনাজাত পরিচালনা করা হয়। পরবর্তিতে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভার্চুয়ালি আলোচনা সভার আয়েজন করা হয়। সভার শুরুতেই ১৫ আগস্টে কালো রাতে শাহাদাত বরনকারীদের আত্মার মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। জাতির জনকের কর্মময় জিবন তুলে ধরে আলোচনা করেন বক্তারা।

এদিকে জেলার ৬টি উপজেলায় প্রশাসন ও আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ভাবগাম্ভীর্যের সাথে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহন করা হয়। এছাড়াও ৬টি উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসহ তৃর্ণমূল পর্যায়ের বিভিন্ন দপ্তর ও সংগঠন পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়া শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসন মেডিকেল ক্যাম্প, আলোচনাসভা, দোয়া মহফিল, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা এবং শোক র‍্যালির আয়োজন করে।



আপনার মূল্যবান মতামত দিন: