ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

অটিস্টিক শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা নাটোরে

odhikarpatra | প্রকাশিত: ২৯ আগস্ট ২০২২ ০৯:২৩

odhikarpatra
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২২ ০৯:২৩

জেলায় অটিস্টিক শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার  সকালে নাটোর বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

এ সময় জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার অটিস্টিক শিশুদের জন্যে শিক্ষা, স্বাস্থ্য সেবাসহ প্রতিবন্ধী ভাতা এবং চাকুরী কোটার ব্যবস্থা করেছে। এসব শিশুদের অভিভাবকরা সরকার প্রদত্ত সুবিধা গ্রহণ করবেন এবং পরম মমতায় তাদের শিশুদের যতœ করবেন বলে আশাকরি।
জেলা ক্রীড়া অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।
জেলা ক্রীড়া অফিসার জানান, জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে নাটোর বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয় এবং নাটোর প্রতিবন্ধী বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থী বিস্কুট দৌড়, ৫০ মিটার দৌড়, ঝুঁড়িতে বল নিক্ষেপ এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।



আপনার মূল্যবান মতামত দিন: