ঢাকা | মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

মহান মুক্তিযুদ্ধকালে ৬ ডিসেম্বর ১৯৭১ তারিখে স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ভূটান ও ভারত

odhikarpatra | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২২ ০৯:৪৫

odhikarpatra
প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২২ ০৯:৪৫


মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনগুলোতে ডিসেম্বর মাসটি শুরু হয় বাংলাদেশের গণহত্যা ও মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক কূটনীতির চরম উত্তেজনাকর ক্রান্তিকাল নিয়ে। সেই সময় বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ বিশ্বের রাষ্ট্রগুলোর কাছে স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার আবেদন জানান। পাকিস্তান তখন গণচীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের আহ্বান জানায় এবং তারাও এতে সম্মত হয়। জাতির এই রকম সংকটজনক সময়ে ৬ ডিসেম্বর তারিখে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় ভূটান। এর কয়েক ঘন্টা পরে একই দিনে স্বীকৃতি দেয় ভারত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এই দিনটি তাই স্বর্ণাক্ষরে লিখিত একটি দিন। বঙ্গবন্ধু পরিষদ তাই এই দিন উপলক্ষ্যে ভূটান ও ভারতের সরকার ও জনগণের প্রতি আমাদের দুঃসময়ে পাশে দাঁড়ানোর ও সহমর্মিতা জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ ও অসীম কৃতজ্ঞতা প্রকাশ করছে।

সাংগঠনিকভাবে ভূটান ও ভারতের প্রতি এই কৃতজ্ঞতা প্রকাশ, সেই সাথে সম্প্রতি বাংলাদেশে স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্রকারীরা তাদের চরিত্র অনুযায়ী পুনরায় যে এক অরাজক পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে তার বিরুদ্ধে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দেশবরেণ্য বুদ্ধিজীবীগণ এতে বক্তব্য রাখবেন।

সভা শেষে হাসপাতালে চিকিৎসাধীন বঙ্গবন্ধু পরিষদের সংগ্রামী সভাপতির দ্রুত আরোগ্য কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে আপনাকে এই আলোচনা সভায় যোগ দিতে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।

স্থান: বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ মিলনায়তন (বঙ্গভবনের দক্ষিণ পাশে এবং জয়কালী মন্দির রোড, ওয়ারী, ঢাকা।)
তারিখ: ২১ অগ্রহায়ণ ১৪২৯ /
৬ ডিসেম্বর ২০২২।
সময়: বিকেল ৩টা।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

ডা. এস এ মালেক
কেন্দ্রীয় সভাপতি

অধ্যাপক আ ব ম ফারুক
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক
বঙ্গবন্ধু পরিষদ।



আপনার মূল্যবান মতামত দিন: