ঢাকা | রবিবার, ১১ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

‘শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বানাতে হবে’ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে

sabuj | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩ ১০:১১

sabuj
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩ ১০:১১

ভাংগা ০৩/০২/২৩ বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর  প্রেসিডিয়াম এর অন্যতম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন (এমপি) বলেন, বাংলাদেশের যত উন্নয়ন হচ্ছে তার একমাত্র কাণ্ডারি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চর অযোধ্যা উচ্চ বিদ্যালয় বিশ্বাস বাড়ি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ও একইদিন সড়ক উন্নয়ন কাজের ফলক উন্মোচনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, সেই উন্নয়নের ধারাবাহিকতায় রাস্তাঘাট,ব্রিজ,স্কুল,কলেজ,মসজিদ,মাদ্রাসা,মন্দিরসহ সব সেক্টরে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।

থানা অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল, চরভদ্রাসন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার, উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা উপজেলা যুবলীগের সভাপতি মো. মোরাদ হোসেন সহ দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এ সময় উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: