ঢাকা | সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

অভিনেত্রী অ্যাবি চোইয়ের নৃশংসভাবে হত্যা

নিজেস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ মার্চ ২০২৩ ০৯:১১

নিজেস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ মার্চ ২০২৩ ০৯:১১

নিখোঁজ থাকার কয়েক দিন পর পাওয়া গেল মডেল ও অভিনেত্রী অ্যাবি চোইয়ের মৃতদেহ । তাঁর মৃতদেহ টুকরা করে রাখা হয়েছিল ফ্রিজে। দুই দিন পর খাবারের পাত্রে মিলেছে বিচ্ছিন্ন মাথা। সম্প্রতি হংকংয়ে ঘটেছে ঘটনাটি।
গত ২২ ফেব্রুয়ারি থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না অ্যাবি চোইকে।

হংকং পুলিশের প্রতিবেদন অনুসারে, গত শুক্রবার হংকংয়ে অ্যাবি চোইয়ের শ্বশুর কোং কাউর বাড়ির ফ্রিজ থেকে উদ্ধার করা হয় এক নারীর দেহের বিভিন্ন অংশ। মাথা খুঁজে না পাওয়ায় লাশটি কার, তা বুঝতে পারছিলেন না পুলিশ কর্মকর্তারাও। পরে গত রবিবার ওই বাড়ির স্টিলের বড় একটি স্যুপের পাত্র থেকে উদ্ধার করা হয় লাশটির মাথা।

বিচ্ছিন্ন এই মাথা থেকেই মৃহদেহটি শনাক্ত করা হয়। অর্থসংক্রান্ত বিষয়ে বেশ কিছুদিন ধরেই অ্যাবি চোইয়ের সঙ্গে তাঁর সাবেক স্বামী ও স্বামীর পরিবারের সম্পর্ক ভালো যাচ্ছিল না। এই খুনের ঘটনায় সাবেক স্বামী অ্যালেক্স কোয়াং, দেবর অ্যান্টনি কোয়াং, শ্বশুর কোং কাউ ও শাশুরি জেনি লিকে গ্রেপ্তার করে হংকং পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন: