ঢাকা | শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

গাজা যুদ্ধ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসছে ইসরাই

odhikarpatra | প্রকাশিত: ৭ আগস্ট ২০২৫ ২৩:৫৫

odhikarpatra
প্রকাশিত: ৭ আগস্ট ২০২৫ ২৩:৫৫

ফিলিস্তিনের গাজায় সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য আজ বৃহস্পতিবার ইসরাইলের সিকিউরিটি কেবিনেটের বৈঠকের কথা রয়েছে। জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।

গাজায় ভয়াবহ মানবিক পরিস্থিতি দেখা দেওয়ায় বিশ্ববাসীর ক্ষোভের কারণে ইসরাইলের ওপর চাপ বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘের সংস্থাগুলো যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলে দুর্ভিক্ষের আশঙ্কায় সতর্ক করেছে। এরকম এক সময়ে ইসরাইলে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

ইসরাইল সরকারের একজন কর্মকর্তা জানান, আন্তর্জাতিক সময় বিকেল ৩টায় বৈঠকটি হবে। বাংলাদেশের সময় অনুসারে এটি রাত ৯টায় হওয়ার কথা।

ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ঘনবসতিপূর্ণ এলাকাসহ যেখানে জিম্মিদের আটকে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, সেখানে সামরিক অভিযান বৃদ্ধির অনুমোদন চাওয়ার ব্যাপারে প্রস্তুত রয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

হামাসের হাতে থেকে যাওয়া জিম্মিদের ভাগ্য নিয়ে ইসরাইলিদের মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগ সত্ত্বেও গাজায় অভিযান বৃদ্ধির খবর এসেছে। ইসরাইলি জিম্মিদের অনেকের পরিবার আজ আশকেলন বন্দর থেকে গাজা উপত্যকার দিকে যাত্রা শুরু করেছে।

ইয়াহুদা কোহেনের ছেলে নিমরোদ গাজায় হামাসের কাছে জিম্মি রয়েছেন। হ্যান্ডমাইকে ইংরেজিতে বক্তৃতা দেওয়ার সময় ইয়াহুদা কোহেন বলেন, ‘হামাসের হাতে প্রায় দুই বছর ধরে বন্দি থাকা ৫০ জন জিম্মিকে উদ্ধারের জন্য সকল আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।’

আজকের বৈঠকের আগে ইসরাইলি সংবাদমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে, মন্ত্রিসভা ও ইসরাইলি সামরিক প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের মধ্যে মতবিরোধ রয়েছে।

ইয়াল জামির গাজা পুরোপুরি দখলের পরিকল্পনার বিরোধিতা করেছেন।

গতকাল বুধবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বলেছেন, ‘নিজের অবস্থান প্রকাশ করা চিফ অব স্টাফের অধিকার ও কর্তব্যের মধ্যে পড়ে। তবে সেনাবাহিনীকে অবশ্যই সরকারের গৃহীত যেকোনো সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।’



আপনার মূল্যবান মতামত দিন: