
লেখক হতে চান অভিনেত্রী পূজা চেরি। সামনে নিজের লেখা বই প্রকাশ করতে চান এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন হালের এই উঠতি জনপ্রিয় অভিনয়শিল্পী।
সম্প্রতি বইমেলায় গিয়েছিলেন পূজা চেরি। সেখানে এক প্রশ্নের জবাবে পূজা চেরি জানালেন আগামীতে তাঁর লেখালেখি করার ইচ্ছা আছে।
নিজের বই প্রকাশ করবেন কি না বা ইচ্ছা আছে কি না- এমন প্রশ্নের জবাবে পূজা চেরি বললেন, ইচ্ছা আছে। অবশ্যই ইচ্ছা আছে। যখন আমি পুচকি (ছোট) ছিলাম, একেবারে পুচকি ছিলাম; যখন কোনো কিছুই বুঝতাম না কিন্তু কবিতা ভালো লিখতাম। আমার মাকে আমি পড়ে শুনিয়েছি।
পোড়ামন ২ খ্যাত এই অভিনেত্রী বললেন, এখন অবশ্য লেখা হয় না। কবিতা খুব ভালো লিখতাম, তো আমি আসলে এখন আব্দুল আজিজকে অনুপ্রেরণা ভাবি, তিনি বই লিখেছেন। আমিও ভাবছিলাম, আমিও কি তাহলে বই লেখা শুরু করব? কবিতা লেখা শুরু করব? তো এখন দেখা যাক।
কবিতার বই কি আসবে নাকি উপন্যাস-গল্প? এমন প্রশ্নের জবাবে পূজা চেরি বলেন, শুরু তো করতে হবে কিছু একটা দিয়ে।
আপনার মূল্যবান মতামত দিন: